ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে আনুষ্ঠানিক সুপারিশ করবে পাকিস্তান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২০ ২০২৫, ২২:০৯ হালনাগাদ: নভেম্বর ৫ ২০২৫, ১৬:৫৪

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

দেশটির সরকার শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার দিতে আনুষ্ঠানিক সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

দেশটির সরকার শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাত বন্ধে ট্রাম্পের ‘নিষ্পত্তিমূলক কূটনৈতিক হস্তক্ষেপ ও নেতৃত্বের’ প্রশংসা করা হয় বিবৃতিতে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ করে ৭ মে দেশটিতে হামলা চালায় ভারত। এর জবাবে ভারতেও হামলা করে পাকিস্তান।

পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই রাষ্ট্রের সংঘাতে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেয়। এমন বাস্তবতায় দুই দেশকে থামতে বলেন ট্রাম্প।

গত ১০ মে যুদ্ধবিরতির পর অ্যামেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, তারই মধ্যস্থতায় থেমেছে দুই দেশের সংঘাত।

পাকিস্তান সরকারের বিবৃতিতে ট্রাম্পের সংঘাতকালীন ভূমিকার প্রশংসা করে বলা হয়, ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে জোরালো কূটনৈতিক সম্পৃক্তি ছিল অ্যামেরিকার।

এতে বলা হয়, ট্রাম্পের ‘কৌশলগত দূরদর্শিতা’ ও ‘অগ্রণী রাষ্ট্রনায়কত্ব’ সংঘাতজনিত উত্তেজনা প্রশমনে সাহায্য করেছে।

ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশের কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়, ‘ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংকটে নিষ্পত্তিমূলক কূটনৈতিক হস্তক্ষেপ ও খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য ডনাল্ড জে. ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার দিতে আনুষ্ঠানিক সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।’