ভারতের নবাব পাতৌদি পরিবারের পুত্রবধূ অভিনেত্রী কারিনা কাপুর খান। স্বামী সাইফ আলী খান অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও প্রখ্যাত এ পরিবারে রয়েছেন অনেক গুণী ক্রিকেটার। বংশ পরম্পরায় সাইফিনা দম্পতির বড় ছেলে তৈমুর আলী খান যেন পেয়েছে সেই ধারা।
এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ননদ সোহা আলী খানের ‘অল অ্যাবাউট হার’ নামের পডকাস্টের এক পর্বে হাজির হন কারিনা।
শোতে কারিনা জানান, বাবা-মা দুজনই চলচ্চিত্র তারকা হলেও অভিনয়ে কোনো আগ্রহ নেই তৈমুরের। এমনকি জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও রণবীর সিংকেও খুব একটা চেনে না তারকাপুত্র। তৈমুরের আগ্রহ শুধু ক্রিকেটারদের প্রতি।
অভিনেত্রী বলেন, “তৈমুর প্রায়ই জিজ্ঞেস করে, ‘তোমার কি রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্ব আছে? তুমি কি আমার জন্য তাদের ব্যবহার করা ব্যাট চাইতে পারো? তোমার কি লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ আছে?’ আমি বলি, না; আমার তাদের কারো সঙ্গেই পরিচয় নেই, কিন্তু তুমি তাকে (তৈমুর) রণবীর কাপুর কিংবা রণবীর সিং সম্পর্কে জিজ্ঞেস করো, সে কিছুই বলতে পারবে না।”
কারিনা জানান, ক্রিকেটের পর তৈমুর রান্নাতেও বেশ আগ্রহ প্রকাশ করে।
তার ভাষ্য, “প্রতিবার স্কুলে সহশিক্ষা কার্যক্রম নির্বাচনের সময় অভিনয় প্রথমেই বাদ দেয় তৈমুর। আমি বলি, চেষ্টা করে দেখো। তার উত্তর, ‘আমি অভিনয় করা উপভোগ করি না।’ সে রান্না শেখার ক্লাসে যেতে চায়। কারণ সে তার বাবাকে রান্না করতে দেখেছে।”
সোহা জিজ্ঞেস করেন, চারপাশে অভিনয়শিল্পী দেখতে দেখতেই তৈমুরের অভিনয়ের প্রতি এই অনীহা তৈরি হয়েছে কি না।
জবাবে কারিনা জানান, তিনি এমনটা মনে করেন না। তৈমুর এখনও অনেক ছোট। সুনির্দিষ্ট কোনো কিছু প্রকাশ করার বয়সে সে পৌঁছায়নি।
বাবা সাইফ আলী খানের সঙ্গে প্রায়ই ক্রিকেট খেলতে দেখা যায় ছোট্ট তৈমুরকে। সাইফ এরই মধ্যেই ছেলেকে জানিয়েছেন ক্রিকেটে পারিবারিক ইতিহাসের কথা।
গত বছর পিতা-পুত্রের ক্রিকেট মাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই ভিডিওতে সাইফ ছেলেকে বলছিলেন, 'তোমার প্রপিতামহ ওজটেরশার ক্রিকেট ক্লাবে খেলেছেন। তোমার পিতামহ সাসেক্সের অধিনায়ক ছিলেন।’
ভিডিওটি আন্তর্জাতিক ক্রিকেট মাস্টার্সের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পোস্টে প্রকাশ করা হয়েছিল।