ইনডিপেনডেন্স ডের আকাশ রাঙালো ড্রোন শো

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ০:১৭

বিভিন্ন শহরে এবার আতশবাজির পরিবর্তে ড্রোন শো করা হয়। ছবি: সংগৃহীত

বিভিন্ন শহরে এবার আতশবাজির পরিবর্তে ড্রোন শো করা হয়। ছবি: সংগৃহীত

  • 0

ইন্ডিপেন্ডেন্স ডে তে আতশবাজির পরিবর্তে ড্রোন শো হয়েছে অ্যামেরিকার কয়েকটি শহরে। সল্ট লেক সিটি, বোল্ডার ও লেক টাহোর মতো শহরগুলোতে গতবারও আতশবাজি না পুড়িয়ে ড্রোন শো প্রদর্শন করা হয়।

এবারও ইউটাহর সল্ট লেক সিটি ড্রোন শোয়ের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্স ডে উৎযাপন শুরু করেছে।

সল্ট লেকের ড্রোন শো

এ বিষয়ে সল্ট লেক সিটির মেয়র এরিন ম্যান্ডেনহল বলেন, আতশবাজির কারণে সৃষ্ট আগুন থেকে বিপদ এবং বায়ুমান কমে যাওয়া থেকে মুক্তি পেতেই ড্রোন শোয়ের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আতশবাজিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি বাড়তে থাকে। বায়ূমান ও দাবানলের সম্ভাবনা সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত।

ইউটাহ সবচেয়ে দাবানল প্রবণ স্টেইট। এছাড়া, কলরাডোও দাবানলের ঝুঁকিতে রয়েছে। বোল্ডারও একই শংকা থেকে আতশবাজির পরিবর্তে ড্রোন শো করেছে। কলোরাডোর ক্যাসেল রক ও লেকউডও আতশবাজি মুক্ত ইন্ডিপেন্ডেন্স ডে উৎযাপন করেছে।

বোল্ডারে ড্রোন শো

পরিবেশের অপর আতশবাজির নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে স্টেইটগুলো এখন আতশবাজির পরিবর্তে ড্রোন শো পরিচালনা করেছে। ড্রোন শো তে পরিবেশের উপর ঝুঁকি কম থাকে। ড্রোনে আগুনের ঝুঁকি নেই সেই সঙ্গে ক্ষতি ও আঘাতের ঝুঁকি কম।


0 মন্তব্য

মন্তব্য করুন