ডাকসু নির্বাচন
ফল প্রত্যাখ্যান আবিদের, মেনে নেওয়ার ইঙ্গিত হামিমের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯ ২০২৫, ২২:৪০

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। কোলাজ: ইউএনবি

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। কোলাজ: ইউএনবি

  • 0

আবিদ বলেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের ফলকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, তবে ফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন একই প্যানেলের সাধারণ সম্পাদক-জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

বহুল আলোচিত ডাকসু নির্বাচনে মঙ্গলবার দিনভর ভোট গ্রহণ শেষে বুধবার শুরুর সময়ে ফল ঘোষণা আরম্ভ হয়। বিভিন্ন সংবাদমাধ্যম এ ফল তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ করে।

চ্যানেল টোয়েন্টিফোরের লাইভে প্রদর্শিত তথ্য অনুযায়ী, ভিপি ও জিএস পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থীরা।

ভোররাত সোয়া চারটার পর প্রদর্শিত ফল অনুযায়ী, শিবির সমর্থিত জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম পান ৯ হাজার ৩৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান চার হাজার ১৮৭ ভোট।

অন্যদিকে জিএস পদে শিবির সমর্থিত জোটের প্রার্থী এস এম ফরহাদ পান ৭ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম পান তিন হাজার ২৪৩ ভোট।

যা বললেন আবিদ

ডাকসুর ভোটের এ ফলের বিষয়ে ফেসবুকে বুধবার রাত দুইটা ২০ মিনিটে দেওয়া পোস্টে ভিপি পদপ্রার্থী আবিদ বলেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

হামিমের ভাষ্য

ভোটের ফলের বিষয়ে বুধবার রাত দুইটা ১৯ মিনিটে ফেসবুকে স্ট্যাটাসে জিএস পদপ্রার্থী হামিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন, এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষামান। আজকে (মঙ্গলবার) সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে।

‘বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে। যা হোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব।’