ইটালিতে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি

টিবিএন ডেস্ক

আগস্ট ৯ ২০২৩, ১১:৩০

তিউনিসিয়া থেকে ইটালি যাওয়ার পথে নৌকাডুবিতে মারা গেছেন অভিবাসনপ্রত্যাশীরা। প্রতীকী ছবি

তিউনিসিয়া থেকে ইটালি যাওয়ার পথে নৌকাডুবিতে মারা গেছেন অভিবাসনপ্রত্যাশীরা। প্রতীকী ছবি

  • 0

ইটালির ল্যাম্পেডুসার দ্বীপের কাছে নৌকাডুবে ৪১ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। নৌকাটি তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ইটালিতে যাচ্ছিল।

এ ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা উদ্ধারকারীদের জানিয়েছেন, প্রায় ৭ মিটার (২০ফুট) লম্বা একটি নৌকা গত বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে রওনা করে। তবে বিশাল ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। নৌকায় তিনজন শিশু ছিল বলেও জানিয়েছেন তারা।

সম্প্রতি ইটালির টহল নৌকা ও দাতাগোষ্ঠিগুলো ল্যাম্পেডুসায় আসা দুই হাজার ব্যক্তিকে উদ্ধার করেছে।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলেছে, বেশিরভাগই অভিবাসীই স্ফ্যাক্স শহরের বন্দর দিয়ে ইউরোপে প্রবেশ করে।

এ বছর নর্থ অ্যাফ্রিকা থেকে ইউরোপগামী ১৮০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি তিউনিশিয়ায় ব্ল্যাক অ্যাফ্রিকানদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ বেড়ে যাওয়ায় ইউনিশিয়া ছেড়ে অনেকেই ইউরোপে পাড়ি জমাচ্ছেন।

জাতিসংঘের নিবন্ধন অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ১৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন