লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে বিখ্যাত হলিউড নির্মাতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাদের এক ছেলে সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইউইটনেস নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া ছেলের নাম নিক রাইনার(৩২)। তাকে রোববার রাতে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট-এলএপিডি অনুযায়ী, গ্রেপ্তারের পর সন্দেহভাজনের জামিন নামঞ্জুর করা হয়।
তাকে লস অ্যাঞ্জেলেসের ডাউন টাউনের টুইন টাওয়ার কারাগারে পাঠানো হয়েছে।
নিককে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন এলএপিডির প্রধান কর্মকর্তা জিম ম্যাকডোনেল। তবে গোপনীয়তা বজায় রাখতে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।
ম্যাকডোনেল বলেন, রবারি হোমিসাইড ডিভিশন রাতভর ঘটনার তদন্ত করার পর নিককে গ্রেপ্তার করে।
তদন্ত কর্মকর্তারা জানান, নিকের মাদকাসক্তির দীর্ঘ রেকর্ড রয়েছে। হত্যাকাণ্ডের আগের দিন তথা শনিবার রাতে বাবা রবের সঙ্গে নিকের বাকবিতণ্ডা হয়।
এছাড়াও নিকের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
পুলিশের তথ্য অনুযযায়ী, রোববার বিকেল ৩টা ৩৮ মিনিটের দিকে চিকিৎসা সহায়তার জন্য কল পেয়ে রাইনার দম্পতির বাসস্থান চ্যাডবাউর্ন অ্যাভিনিউয়ে ২৫০ নম্বর ব্লকের বাড়িটিতে পৌঁছায় ফায়ারফাইটারের একটি দল। বাড়িতে ঢুকে দেখতে পায় একাধিক ছুরিকাঘাতে জখম হওয়া স্বামী-স্ত্রীর মৃতদেহ।
পুলিশ আরও জানায়, হত্যার পরপরই বাড়ি থেকে বেরিয়ে পালাতে চেষ্টা করেন নিক,কিন্তু পুলিশ তাকে দ্রুত খুঁজে পায়।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের সঙ্গে নিকের জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হয়। কয়েক ঘণ্টা পর তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।