অ্যান্ডারসন কাউন্টিতে ইন্টারস্টেইট এইটি ফাইভে গত ১২ মে ঘটনাটি ঘটলেও শেরিফ অফিস তা রোববার প্রকাশ করেছে।
শেরিফের অফিস থেকে জানানো হয়, ঘটনার সময় রাস্তায় টহল দিচ্ছিল তাদের একটি দল। সে সময় সন্দেহজনক মনে হওয়ায় একটি গাড়ি থামানো হয়। গাড়িতে ছিলেন অ্যান্টনি মিলার ও সেমেকা মিচেম।
জিজ্ঞাসাবাদে মিচেম জানান, তিনি গর্ভবতী ও মিলার তার পার্টনার। তবে ডেলিভারির তারিখ জানতে চাইলে দুজন দুই রকম তথ্য দেন। এতে সন্দেহ বাড়ে অফিসারদের। এক পর্যায়ে মিচেম গাড়ি থেকে বের হয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন তার পেটের দিক থেকে কিছু কোকেইন নিচে পড়ে যায়।
অফিসাররা তাকে আটকে তল্লাশি চালালে দেখা যায়, পেটের ওপর নকল রাবারের পেট লাগিয়ে রেখেছেন তিনি। এর মধ্যে লুকানো ছিলো ১৫০০ গ্রামেরও বেশি কোকেইন।
তাদের নামে মামলা দিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ।