এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের পাশাপাশি নটাকেও অভিযুক্ত করা হয়েছে। তবে মিয়ামির ফেডারেল আদালতে অভিযোগ গঠনের সময় তিনি দাবি করেন, ২০২১ সালে ট্রাম্প হোয়াইট হাউয ছাড়ার সময় গোপন নথি সরানোয় সহায়তার যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে তা ভিত্তিহীন।
নটা হোয়াইট হাউযে ট্রাম্পের সহকারী হিসেবে কাজ করেন। ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর গোপন নথি সরানো সংক্রান্ত ফৌজদারি মামলায় নটা ছয়টি অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছেন। এগুলোর মধ্যে আছে ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র ও মিথ্যা বিবৃতি দেয়া।
তবে বৃহস্পতিবার মিয়ামির ফেডারেল আদালতে সংক্ষিপ্ত শুনানিতে অ্যাটর্নি স্ট্যানলি উডওয়ার্ড নটার পক্ষে নির্দোষ দাবির আবেদন করেন। এ সময় নটার আরেক আইনজীবী সাশা দাদানও উপস্থিত ছিলেন। পরে নটা ও তার আইনজীবীরা সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই আদালত ছেড়ে যান।