এমবাপের জোড়া গোলে শিরোপার সুবাস পাচ্ছে পিএসজি

টিবিএন ডেস্ক

মে ২২ ২০২৩, ২:৫৭

অজেরের বিপক্ষে জোড়া গোলের পর উচ্ছ্বসিত পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। ছবি: টুইটার

অজেরের বিপক্ষে জোড়া গোলের পর উচ্ছ্বসিত পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। ছবি: টুইটার

  • 0

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রোববার বিকেলে তারা ২-১ গোলে হারিয়েছে অজেরকে।

পিএসজির হয়ে জোড়া গোল এসেছে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের পা থাকে। এ জয়ে ছয় পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে থাকল পিএসজি। ৩৬ ম্যাচে তাদের সংগ্রহ ৮৪ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা লেঁসের ঝুলিতে আছে ৭৮ পয়েন্ট। আর এক ম্যাচ জিতলেই টানা দ্বিতীয় বছরের মতো ফ্রান্সের লিগ চ্যাম্পিয়ন হবে পিএসজি।

অজেরের মাঠে রোববার বিকেলে শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলে পিএসজি। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা।

পেনাল্টি বক্সের বাইরে থেকে লিওনেল মেসির পাস খুঁজে নেয় ফাবিয়ান রুইজকে। রুইজ দ্রুত অজের ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন এমবাপের কাছে। দলকে এগিয়ে নিতে ভুল করেননি তিনি।

পরের মিনিটে আবারও গোলের দেখা পায় ফরাসি চ্যাম্পিয়নরা। এবার মেসির বাড়ানো বল সরাসরি খুঁজে নেয় এমবাপেকে। দলের ও নিজের দ্বিতীয় গোল স্কোর করেন এ তারকা ফরোয়ার্ড।

বিরতির আগে ব্যবধান কমানোর সুযোগ পায় অজের। কিন্তু রেভলোসনেরর শট পিএসজি গোলকিপারকে ফাঁকি দিলেও বারে লেগে প্রতিহত হয়।

দ্বিতীয়ার্ধে অজের ম্যাচে ফিরে আসে লাসিন সিনায়োকোর গোলে। মাঝমাঠের কাছ থেকে ডা কস্টার বাড়ানো বল পেয়ে দ্রুত পিএসজির শেষ ডিফেন্ডারকে ফাঁকি দেন সিনায়োকো। চমৎকার শটে গোল করে ব্যবধান কমান তিনি।

অন্যপ্রান্তে সুযোগ পায় পিএসজিও। ৫৬ মিনিটে মেসির পাসে ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল পান এমবাপে। তবে, তার শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দলকে নিরাপদে রাখেন অজের গোলকিপার।

ইনজুরি টাইমে এমবাপের সামনে সুযোগ আসে হ্যাটট্রিক পূর্ণ করার। আবারও মেসির বাড়ানো বলে শট নেন তিনি। এবার অজের গোলকিপারকে পরাস্ত করতে পারলেও বেঁজে ওঠে রেফারির বাঁশি। অফসাইডের কারণে বাতিল হয় গোল।

ফলে, ২-১ ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।  

 


0 মন্তব্য

মন্তব্য করুন