বার্মিংহাম পুলিশ জানায়, গত সোমবারে বার্মিংহামের নরউড এয়ালাকায় ফায়ার স্টেশন নাইনে ডিউটিরত মেল্টন ও তার আরেক সহকর্মী জামাল জোন্সকে গুলি করেন সন্দেহভাজনরা। বুকে ও পায়ে একাধিক গুলিবিদ্ধ হন তারা। এর পাঁচদিন পর সোমবার তিনি মারা যান।
তার সহকর্মী জোন্স এখনও হাসপাতালে আছেন।
মেল্টনের মৃত্যুতে বার্মিংহামের মেয়র র্যান্ডাল উডফিন শোক জানিয়েছেন। তিনি বলেন, ‘জর্ডান শহরের সেবায় নিয়োজিত ছিলেন, আমরা তার আত্মত্যাগকে বৃথা হতে দেব না।’