অক্ষরধাম মন্দির পরিদর্শনে মুসলিম ওয়ার্ল্ড লিগ প্রধান
0 মন্তব্য
নিউজের বিভাগ
শীর্ষ সংবাদ
ভারতে পাঁচ দিনের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার নয়াদিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করেছেন মুসলিম ওয়ার্ল্ড লিগ মহাসচিব এবং ইন্টারন্যাশনাল ইসলামিক হালাল অর্গানাইযেশনের সভাপতি মুহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, আল-ইসা মন্দিরে তিন ঘণ্টা সময় কাটান।
সফরে স্বামী ব্রহ্মবিহারীদাসের সঙ্গে দেখা করেন আল-ইসা। দু’জন সর্বজনীন সম্প্রীতি এবং শান্তিপূর্ণ বিশ্বের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আল-ইসা বলেন, ‘ভারত বৈচিত্র্যময় ঐক্যের এক অনন্য উদাহরণ। আমার অক্ষরধাম সফর প্রেম, শান্তি এবং সম্প্রীতির জন্য।’
অক্ষরধাম মন্দিরের পুরোহিতদের সৌদি আরবের রাজধানী রিয়াদে আমন্ত্রণ জানান আল-ইসা। সেইসঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য নিয়ে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।
গত বছর রিয়াদে একটি আন্তঃধর্মীয় সম্মেলনে ব্রহ্মবিহারীদাসের সঙ্গে আল-ইসার সাক্ষাৎ হয়েছিল।