মহারাষ্ট্রে হিটস্ট্রোকে ১১ প্রাণহানি

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৭ ২০২৩, ১৭:৩১

আপ্পাসাহেব ধর্মাধিকারীকে স্বীকৃতি দানের অনুষ্ঠান

আপ্পাসাহেব ধর্মাধিকারীকে স্বীকৃতি দানের অনুষ্ঠান

  • 0

ভারতের মহারাষ্ট্রে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। দত্তাত্রেয় নারায়ণ ধর্মাধিকারী নামের এক সমাজকর্মীকে স্বীকৃতি দিতে মহারাষ্ট্র সরকার গত রোববার নাভি মুম্বাই শহরে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।

কড়া রোদের মধ্যে খরাঘর ইন্টারন্যাশনাল করপোরেট পার্ক মাঠে খোলা আকাশের নিচে আয়োজিত অনুষ্ঠান চলে কয়েক ঘণ্টা ধরে। এতে অনেকেই পানিশূন্যতা, ক্লান্তিসহ তাপজনিত অসুস্থতার শিকার হন। 

ভারতের স্বররাষ্ট্রমন্ত্রী আমিত শাহসহ শীর্ষ বিজেপি নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বেশ কিছু ছবিতে দেখা যায়, হাজার হাজার মানুষ গনগনে সূর্য মাথায় নিয়ে মাঠে বসে আছেন। অব্যবস্থাপনার কারণে অনেকে আক্রান্ত হন হিটস্ট্রোকে। 

ভারতের উষ্ণতম মাসগুলোর মধ্যে এপ্রিল অন্যতম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সময়ে সরাসরি সূর্যতাপে না থাকার পরামর্শ দেন। 

অনুষ্ঠান চলাকালে নাভি মুম্বাই শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০০ ডিগ্রি ফারেনহাইট। 

আয়োজকদের এক মুখপাত্র দাবি করেন, অনুষ্ঠান চলার পুরো সময়েই যথেষ্ট পরিমাণ খাবার ও পানি সরবরাহ করা হয়েছিল। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার জন্য ছিল মেডিক্যাল বুথ।

স্টেইটের বিরোধী রাজনৈতিক দলগুলো অনুষ্ঠানে অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন