নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি বাসায় সোমবার সকালে ৭৭ বছর বয়সী এক নারীকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় প্রাপ্তবয়স্ক এক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে অ্যাম নিউ ইয়র্ক।
পুলিশ সূত্রগুলোর বরাতে সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বার্নেস অ্যাভিনিউ ও ব্র্যাডি অ্যাভিনিউর কাছের একটি বাসায় সকাল সাতটা ২৮ মিনিটের দিকে ছুটে যান ৪৯তম থানার পুলিশ সদস্যরা। ৭২ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীর ওপর হামলার খবর জানানোর পরিপ্রেক্ষিতে বাসাটিতে যান তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো জানায়, বাসাটিতে গিয়ে পুলিশ দেখতে পায়, বিছানায় মাথায় গভীর ক্ষত ও ব্যথা নিয়ে পড়ে আছেন ওই নারী।
খবর পেয়ে ইর্মাজেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ওই নারীকে জ্যাকোবি হসপিটালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো বাকি থাকায় ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ ভুক্তভোগীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে, যার বিরুদ্ধে এ প্রতিবেদন প্রকাশের সময় নাগাদ কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
খুনের ঘটনায় তদন্ত চলমান।