সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ অ্যামেরিকান সেনা আহত

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১৩:৫৭

সিরিয়ায় টহলরত অ্যামেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টারের ফাইল ছবি।

সিরিয়ায় টহলরত অ্যামেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টারের ফাইল ছবি।

  • 0

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ আমেরিকান সেনা আহত হয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার সকালে টুইট করে এ খবর জানিয়েছে।

তাতে বলা হয়েছে, রোববার রাতের ওই দুর্ঘটনায় আহত ১০ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য ওই অঞ্চলের বাইরে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

কী ধরনের দুর্ঘটনা ঘটেছে- সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সিরিয়ায় ২০১৫ সাল থেকে ইউএস সেনা মোতায়েন রয়েছে। গরে ৯০০ সেনাসদস্য সেখানে উপস্থিত থাকেন। জঙ্গি সংগঠন আইএসআইএসের বিরুদ্ধে লড়তে কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সকে তারা সহযোগিতা করেন।

তবে রোববারের দুর্ঘটনায় শত্রুপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড।

অ্যামেরিকায় সম্প্রতি সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার জেরে গত এপ্রিলের শেষদিকে ২৪ ঘণ্টার জন্য বাহিনীর সব অ্যাভিয়েশন ইউনিট বন্ধ রাখা হয়।

অ্যালাস্কায় গত এপ্রিলে দুই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হলে তিন সেনা নিহত হন ও একজন আহত হন। কেন্টাকির ফোর্ট ক্যাম্পবেলে মার্চে দুটি ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে নিহত হন নয় সেনা।


0 মন্তব্য

মন্তব্য করুন