ইজিপ্ট সফরে মোদিকে সর্বোচ্চ সম্মাননা

টিবিএন ডেস্ক

জুন ২৫ ২০২৩, ২১:২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) ও ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) ও ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। ছবি: সংগৃহীত

  • 0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইজিপ্টের সর্বোচ্চ সম্মাননা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। কায়রোর প্রেসিডেন্সিয়াল প্যালেসে শনিবার ‘অর্ডার অফ দ্য নিল’ দিয়ে তাকে সম্মান জানানো হয়।

ইজিপশিয়ান প্রেসিডেন্সির বিবৃতি অনুযায়ী, দুই নেতা ইজিপ্ট-ভারত সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করতে একটি ঘোষণাপত্রে সই করেছেন। এর মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার এবং আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

ভারতের স্বাধীনতা দিবসে অতিথি হিসেবে এল-সিসির নয়াদিল্লিতে সফরের ছয় মাস পর ইজিপ্ট সফরে গেলেন মোদি।

ভারত-ইজিপ্ট সম্পর্ক ১৯৫০-এর দশক থেকে। দুই দশকের বেশি সময় পর প্রথম ভারতীয় কোনো প্রধানমন্ত্রী হিসেবেও রাষ্ট্রীয় সফরে গেলেন মোদি।

এল-সিসিকে সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ২০টি নেতৃস্থানীয় ধনী ও উন্নয়নশীল দেশের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। আলোচনার পর কায়রোর ঐতিহাসিক মসজিদ আল-হাকিম পরিদর্শন করেন তিনি। সম্প্রতি ভারত-ভিত্তিক দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় সংস্কার করা হয় মসজিদটি।

প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে কায়রোর হেলিওপলিস ওয়ার সেমেট্রিতে যান মোদি।

এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার দিকে মনোনিবেশ করেছে। উভয় দেশই পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বার্ষিক ১২ বিলিয়ন ডলারে উন্নীত করবে বলে মন্তব্য করেন মোদি। টুইটারে তিনি লেখেন, ‘ইজিপ্ট সফরটি ঐতিহাসিক ছিল। এটি ভারত-ইজিপ্ট সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে…।’

চলতি বছরের শুরুতে উভয় দেশ বাণিজ্য সহযোগিতা বাড়াতে সম্মত হয়। অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, লবণ, তুলা, অজৈব রাসায়নিক এবং তৈলবীজ সহ মিশরীয় পণ্যগুলোর শীর্ষ পাঁচ আমদানিকারকের মধ্যে ভারত অন্যতম।

অন্যদিকে ইজিপ্টে প্রধান ভারতীয় রফতানির মধ্যে রয়েছে তুলার সুতা, কফি, ভেষজ, তামাক, মসুর ডাল, যানবাহনের যন্ত্রাংশ, জাহাজ, নৌকা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি।


0 মন্তব্য

মন্তব্য করুন