জাহাজে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ৩:১১

আগুনে পুড়তে থাকা গ্র্যান্দে কোস্টা ডি অ্যাভোরিও। ছবি: সংগৃহীত

আগুনে পুড়তে থাকা গ্র্যান্দে কোস্টা ডি অ্যাভোরিও। ছবি: সংগৃহীত

  • 0

নিউ জার্সির নিউয়ার্কে বুধবার রাতে বন্দরে ভেড়ানো একটি কার্গো শিপে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

নিউয়ার্কের ফায়ার চিফ রুফাস জ্যাকসন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। ঘোষণার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে দুই কর্মীর মৃতদেহ উদ্ধারে খোঁজ চালানো শুরু হয়।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে নিহত দুই কর্মী হলেন ৪৫ বছর বয়সী অগাস্টা অ্যাকাবু ও ৪৯ বছর বয়সী ওয়েন ব্রুকস। নিউয়ার্ক পাবলিক ফেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেজ সংবাদ সম্মেলনে জানান, তারা তাদের কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হন।

গ্র্যান্দে কোস্টা ডি অ্যাভোরিও নামের একটি জাহাজে থাকা একাধিক গাড়িতে আগুন লেগেছে এমন একটি রিপোর্ট পাওয়ার পর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে পোর্ট নিউয়ার্কের এলিজাবেথ মেরিন টার্মিনালে ফায়ার ফাইটারদের পাঠানো হয়। ফ্রেজের মতে তারা আগুনের মূল উৎসটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। কিন্তু আগুন জাহাজের একাধিক জায়গায় ছড়িয়ে যায়।

রাত আনুমানিক সাড়ে ১০টায় দুই ফায়ার ফাইটার জরুরি মে-ডে সিগন্যাল পাঠান। ১৫ মিনিট পর আবারও সংকেত দেন তারা।

অ্যাকাবুকে রাত পৌনে একটায় ও ব্রুকসকে ২টা ২৫ মিনিটে খুঁজে পাওয়া যায়। দুই জনই হাসপাতালে মারা যান। ঘটনায় আরও পাঁচ কর্মী আহত হয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন