উইহকেনের নিউ জার্সির বাড়ি থেকে তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। তার বয়স ৩৫ বছর।
তদন্ত কর্মকর্তারা ডিএনএ নমুনার রিপোর্ট ধরে বোস্টনের ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে ঘটে যাওয়া তিনটি ধর্ষণের ঘটনায় নিলোর সম্পৃক্ততা খুঁজে পান। এরপর তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়।
বোস্টনের এফবিআইয়ের স্পেশাল এযেন্ট ইনচার্জ জোসেফ বোনাভোলন্টা বলেন, ‘আমরা জানি তাকে গ্রেফতারে ধর্ষণের শিকার নারীদের যে ক্ষতি হয়েছে, তা মুছে ফেলা যাবে না। তবে আমাদের বিশ্বাস, আমাদের কমিউনিটির জন্য বিপদজনক একটি হুমকিকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি।’
একটি জেনোলজি ডাটাবেইয কোম্পানিতে নিলোর ডিএনএর নমুনা পাঠিয়েছিল তার পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী।
ম্যানহাটনের কাউবেল সাইবারে অ্যাটর্নি হিসেবে কাজ করতেন নিলো। সংস্থাটি জানিয়েছে, নিলোকে ২০২৩ সালের জানুয়ারিতে নিয়োগ দেয়া হয়। ধর্ষণের মামলা হওয়ার পর তদন্তের স্বার্থে তাকে বরখাস্ত করা হয়েছে।