৮০ বছর বয়সী এই অভিনেতা সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকারে অবসরের প্রশ্ন হেসে উড়িয়ে দেন।
তিনি বলেন, ‘যখন কাজ থাকে না তখন আমার ভালো লাগে না। আমি কাজ করতে ভালোবাসি। ভালোবাসি নিজেকে দরকারি বোধ হওয়াটা। এটা আমার নেশার মতো।’
ইন্ডিয়ানা জোনস শেষ হলেও অ্যাপল টিভি প্লাসের কমেডি ‘শ্রিংকিন’ ও প্যারামাউন্ট প্লাস ড্রামা ‘নাইনটিনটুয়েন্টিথ্রির’ দ্বিতীয় সিজনের কাজ শুরু করবেন ফোর্ড।
তিনি গত কয়েক সপ্তাহ যাবৎ আটলান্টায় মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এর শুটিং করেছেন। সিনেমাটিতে তিনি ইউএস প্রেসিডেন্ট থ্যাডিউস ‘থান্ডারবোল্ট’ রসের চরিত্রে অভিনয় করেছেন।
ইন্ডিয়ানা জোনসকে বিদায় জানানোটা তিক্ত মিষ্টি কিনা জানতে চাইলে ফোর্ড উত্তরে বলেন, ‘না, আমার এখন বেড়ে ওঠার সময়।’
প্রেক্ষাগৃহে আগামী ৩০ জুন মুক্তি পাবে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি।’