হাসপাতাল ছেড়েছেন পোপ ফ্রান্সিস

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৩, ১৫:৩১

হাসিমুখে হাসপাতাল ছেড়েছেন পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

হাসিমুখে হাসপাতাল ছেড়েছেন পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

  • 0

পেটে সফল অস্ত্রোপচার শেষে ৯ দিন পর হাসপাতাল ছেড়েছেন খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।

রোমের জেমেলি পলিক্লিনিক থেকে শুক্রবার ছাড়া পেয়েছেন তিনি। হাসপাতালের দরজা দিয়ে হুইলচেয়ারে বসে হাসিমুখে তাকে বের হতে দেখা গেছে। সেসময় ভক্তদের দিকে হাত নেড়ে ধন্যবাদ জানিয়েছেন পোপ।

হার্নিয়া সমস্যা সমাধানের জন্য গত ৭ জুন ৮৬ বছর বয়সী এই ধর্মগুরুর ল্যাপারেটমি ও অ্যাবডোমিনাল ওয়ালের ৩ ঘণ্টা ধরে সার্জারি হয়।

এখন তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক সার্জিও আলফিরি।

তবে ১৮ জুন পর্যন্ত ভক্তদের সঙ্গে পোপ দেখা করতে পারবেন না বলে জানিয়েছে ভ্যাটিকান।

সার্জন আলফিরি জানিয়েছেন, পোপ যে কোনো ভ্রমণের জন্য পুরোপুরি ফিট। ধারণা করা হচ্ছে, আগস্টের শুরুতে পর্তুগাল ও মাসের শেষে মঙ্গোলিয়ায় যেতে পারেন তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন