হল্যান্ড জানান, নতুন সিরিজ ‘দ্য ক্রাউডেড রুম’ এ অভিনয় করতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে ক্লান্তি বোধ করছেন তিনি। তাই সিরিজ মুক্তির পর পুরো এক বছর ছুটি নেবেন কাজ থেকে।
২৭ বছর বয়সী বৃটিশ এ তারকা দ্য ক্রাউডেড রুমের একজন নির্বাহী প্রযোজকও। ফলে, দুই দিক থেকে চাপ সামলাতে হচ্ছে তাকে।
হল্যান্ড বলেন, ‘বেশ কঠিন একটা সময় গেছে। এমন কিছু আবেগ নিয়ে কাজ করছিলাম যার অভিজ্ঞতা আমার কখনও হয়নি। এছাড়াও প্রযোজক হিসেবে সিরিজের সেটে প্রতিদিনকার সমস্যা ও তার সমাধান করা বাড়তি একটা চাপ সৃষ্টি করেছে।’
ছুটি শেষে স্পাইডারম্যান সিরিজের চার নম্বর সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন হল্যান্ড। আপাতত সিনেমটির কোনো কিছুই চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
অ্যাপল টিভি প্লাসে ৯ জুন মুক্তি পেতে যাচ্ছে দ্য ক্রাউডেড রুম। সিরিজটি ৭০ এর দশকে অ্যামেরিকান অপরাধী বিলি মিলিগানের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। মিলিগান ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিজঅর্ডারে ভুগতেন।
টম হল্যান্ড ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন অ্যামান্ডা সিফ্রিড, স্যাশা লেইন, ক্রিস্টোফার অ্যাবটসহ অন্যান্য তারকা।