গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবে ৭৮ প্রাণহানি

টিবিএন ডেস্ক

জুন ১৪ ২০২৩, ১০:৪৩

গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবি। ছবি: এপি

গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবি। ছবি: এপি

  • 0

গ্রিসের দক্ষিণ উপকুলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৭৮ জন মারা গেছেন। একশ’র বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, বুধবার ডুবে যাওয়া নৌকাটির অভিবাসীদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। গ্রিসের সাউথ পেলোপনিস এলাকার প্রায় ৭৫ কিলোমিটারের ভেতর থেকে এখন পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে।

জীবিতদের মধ্যে চারজনের হাইপোথার্মিয়ার লক্ষণ দেখা দেয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে এখনও কতজন অভিবাসী নিখোঁজ রয়েছে তা নিশ্চিত নয়।

কোস্টগার্ডের ছয়টি জাহাজ, নৌবাহিনীর একটি ফ্রিগেট, একটি সামরিক পরিবহন বিমান, বিমানবাহিনীর একটি হেলিকপ্টার, ইউরোপীয় ইউনিয়নের বর্ডার প্রোটেকশন এজেন্সি ফ্রন্টেক্সের একটি ড্রোন নিখোঁজ অভিবাসীদের অনুসন্ধানে অংশ নিচ্ছে।

ডুবে যাওয়া নৌকার অভিবাসীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে কোস্ট গার্ড

অভিবাসী সহ ইটালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা শুরু করেছিলো বলে ধারণা করা হচ্ছে।

গ্রিক মেইনল্যান্ডের স্থানীয় কোস্টগার্ড প্যাট্রোল দল এড়িয়ে বড় নৌকা নিয়ে আন্তর্জাতিক সমুদ্রসীমায় চোরাচালানকারীদের প্রবেশ বেড়ে চলেছে।

একই অঞ্চলে গত রোববার ৯০ জন অভিবাসীসহ অ্যামেরিকার পতাকাবাহী একটি ইয়ট উদ্ধার করে কোস্টগার্ড। গ্রিসের দক্ষিণ উপকূলীয় বন্দর থেকে বুধবার ৮১ অভিবাসী সহ আরও একটি ইয়ট উদ্ধার করা হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন