কুকুরকে আগুন থেকে বাঁচাতে গিয়ে নারীর মৃত্যু

টিবিএন ডেস্ক

মে ২৩ ২০২৩, ২১:৫২

উইলিস্টন পার্কের বাড়িতে আগুন। ছবি:ফায়ার বার্ন উইলিস্টন পার্ক বিযনেস

উইলিস্টন পার্কের বাড়িতে আগুন। ছবি:ফায়ার বার্ন উইলিস্টন পার্ক বিযনেস

  • 0

ফ্লোরিডা স্টেইটের নাসা কাউন্টির উইলিস্টন পার্কে আগুনে এক নারী ও তার পোষ্য কুকুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

কর্মকর্তারা জানান, ‘উইলিস্টন পার্কের লাফায়েট স্ট্রিট পার্কের একটি বাড়িতে গত সোমবার রাত ৩টার দিকে আগুন লাগে।’

একটি ভিডিওতে বাড়িটির পুড়ে যাওয়া কাঠামো ও ধোঁয়া দেখা গেছে।

মৃত নারীর নাম ক্যাশমিরা প্যাটেল। ওই বাড়িতে ঘটনার সময় তিনিসহ পরিবারের আট সদস্য অবস্থান করছিলেন। আগুন লাগার পর বেশিরভাগ বসবাসকারী, বিশেষ করে ২০ থেকে ৬০ বছর বয়সীরা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে নাসা ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার ও লিং আইল্যান্ড জিউস হসপিটালে চিকিৎসা দেয়া।

কর্মকর্তারা জানান, ৬০ বছর বয়সী প্যাটেল তার মাকে বাড়ি থেকে বের করে পোষ্য কুকুরকে আনতে ফের ভেতরে যান। এরপর তিনি আর বের হতে পারেনি।

নাসা কাউন্টি ফায়ার মার্শাল অফিসের চিফ মিখাইল উট্যারো বলেন, ‘ফায়ার কর্মীরা তাকে উদ্ধারের জন্য ভেতরে আর যেতে পারেননি। কারণ ততক্ষণে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ও বিভিন্ন অংশ ধসে পড়তে থাকে।’


0 মন্তব্য

মন্তব্য করুন