ক্যানসাসে ৩ জনকে গুলি করে হত্যা

টিবিএন ডেস্ক

জুন ২৫ ২০২৩, ১৯:৩৬

ক্যানসাসে গুলির খবরে ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত

ক্যানসাসে গুলির খবরে ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত

  • 0

মিযৌরির ক্যানসাস সিটিতে অস্ত্রধারীর গুলিতে তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। সিটির ফিফটি-সেভেন্থ স্ট্রিট ও প্রসপেক্ট অ্যাভিনিউতে রোববার ভোরে গুলির ঘটনা ঘটে।

ক্যানসাস সিটি পুলিশ ডিপার্টমেন্ট (কেসিপিডি) জানায়, ভোর সাড়ে ৪টার দিকে অফিসাররা হামলার খবর পেয়ে ফিফটি-সেভেন্থ স্ট্রিটে যান। সেখানে একটি পার্কিং লট থেকে দুই পুরুষ ও এক নারীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সিটি মেয়র কুইনটন লুকাস ও কেসিপিডি চিফ স্ট্যাসি গ্র্যাভস সকালে ঘটনাস্থল পরিদর্শনে করেছেন।

তারা জানান, ঘটনার বিস্তারিত জানতে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনার ঘণ্টা দুয়েক আগে প্রসপেক্ট পার্কে গুলির আরেকটি ঘটনায়


0 মন্তব্য

মন্তব্য করুন