আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
নিপ্রোর গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, আহতদের মধ্যে তিন ও ছয় বছর বয়সী দুই ছেলে রয়েছে।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে শহরটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
‘আমাদের জন্য এটি খুবই কঠিন সময় ছিল… উচ্চশব্দ ও ভীতিতে রাত কাটিয়েছে নিপ্রোবাসী।’
প্রেসিডেন্ট ভ্লাডিমির যেলেনস্কি ক্ষতিগ্রস্ত হাসপাতালটির একটি ভিডিও আপলোড করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইউক্রেইন কর্তৃপক্ষের দাবি, তারা বৃহস্পতিবার রাত থেকে অন্তত ১৭টি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছেন।
বেশকিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিপ্রোর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে আঘাত হানে। এতে খারকিভের একটি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেইনের রাজধানী কিয়েভেও দফায় দফায় হামলা চালায় রাশিয়া। ড্রোন হামলায় বেশকিছু বাড়ি, শপিং মল ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার ক্রিমিয়া ও বেলগোরোড শহরে শুক্রবার ইউক্রেইনের বোমা হামলার কথা জানিয়েছেন ক্রিমিয়ার রিজিওনাল গভর্নর ভেনিয়ামিন কন্ড্রেটিয়েভ।
বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভজানিয়েছেন, ইউক্রেইনের হামলায় বেলগোরোড শহরের কোযিনকা গ্রামে এক নারী আহত হয়েছেন।