ইউক্রেইনের হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

টিবিএন ডেস্ক

মে ২৬ ২০২৩, ১৯:০৪

ইউক্রেইনের নিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হাসপাতাল। ছবি: বিবিসি

ইউক্রেইনের নিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হাসপাতাল। ছবি: বিবিসি

  • 0

পূর্ব ইউক্রেইনের শহর নিপ্রোর একটি হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাডিমির যেলেনস্কি একটি টেলিগ্রাম বার্তায় হামলার ঘটনা নিশ্চিত করেছেন। নিপ্রোর রিজিওনাল গভর্নর জানিয়েছেন, শুক্রবার ভোরে রাশিয়া এই হামলা চালিয়েছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

নিপ্রোর গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, আহতদের মধ্যে তিন ও ছয় বছর বয়সী দুই ছেলে রয়েছে। 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে শহরটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

‘আমাদের জন্য এটি খুবই কঠিন সময় ছিল… উচ্চশব্দ ও ভীতিতে রাত কাটিয়েছে নিপ্রোবাসী।’

প্রেসিডেন্ট ভ্লাডিমির যেলেনস্কি ক্ষতিগ্রস্ত হাসপাতালটির একটি ভিডিও আপলোড করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

ইউক্রেইন কর্তৃপক্ষের দাবি, তারা বৃহস্পতিবার রাত থেকে অন্তত ১৭টি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছেন। 

বেশকিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিপ্রোর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে আঘাত হানে। এতে খারকিভের একটি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়। 

ইউক্রেইনের রাজধানী কিয়েভেও দফায় দফায় হামলা চালায় রাশিয়া। ড্রোন হামলায় বেশকিছু বাড়ি, শপিং মল ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে রাশিয়ার ক্রিমিয়া ও বেলগোরোড শহরে শুক্রবার ইউক্রেইনের বোমা হামলার কথা জানিয়েছেন ক্রিমিয়ার রিজিওনাল গভর্নর ভেনিয়ামিন কন্ড্রেটিয়েভ।

বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভজানিয়েছেন, ইউক্রেইনের হামলায় বেলগোরোড শহরের কোযিনকা গ্রামে এক নারী আহত হয়েছেন।   


0 মন্তব্য

মন্তব্য করুন