ভারডিগ্রিস শহরে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ চিফ জ্যাক শ্যাকলফোর্ড বলেছেন, তাদের কাছে এক নারী কল করে জানান যে আরেক নারী অস্ত্রের মুখে জিম্মি করেছিল। ঘটনাস্থলে গিয়ে কল করা নারীকে না পেলেও একটি বাড়ির ভেতরে আরেক নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন পুলিশ ও সোয়াট টিমের অফিসাররা।
কয়েক ঘণ্টা ধরে কথা বলার পরও ওই নারী বাইরে বের না হওয়ায় ও গুলির শব্দ পাওয়ায় ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেন তারা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির দরজা ভেঙে ঢুকে তারা তিন শিশু ও এক নারীর গুলিবিদ্ধ মরদেহ দেখেন অফিসাররা।
শিশুদের মধ্যে একজন নবজাতক। পুলিশের ধারণা, অন্য দুই শিশুর বয়স ১১ বছরের মধ্যে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে কর্মকর্তারা জানিয়েছেন, ডমেস্টিক ও মেন্টাল হেলথ সংক্রান্ত কল পেয়ে ওই বাড়িতে আগেও কয়েকবার সাহায্যের জন্য যায় পুলিশ।