এপ্রিলের ১০ দিন না পেরোতেই ১৫ ম্যাস-শুটিং

টিবিএন ডেস্ক

এপ্রিল ১০ ২০২৩, ২২:২৫

১০ এপ্রিল, ২০২৩ -এ কেন্টাকির লুইভেলের ওল্ড ন্যাশনাল ব্যাংক ভবনের সামনে আইন প্রয়োগকারী কর্মকর্তারা। ছবি: গেটি ইমেযেস

১০ এপ্রিল, ২০২৩ -এ কেন্টাকির লুইভেলের ওল্ড ন্যাশনাল ব্যাংক ভবনের সামনে আইন প্রয়োগকারী কর্মকর্তারা। ছবি: গেটি ইমেযেস

  • 0

অ্যামেরিকায় এপ্রিল মাসের ১০ দিন না পেরোতেই কমপক্ষে ১৫টি ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটেছে। সবশেষ সোমবার সকালে লুইভেলের একটি ব্যাংকে গোলাগুলিতে অস্ত্রধারী হামলাকারীসহ পাঁচ জন নিহত হন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, ২০২৩ সালের চার মাস না পেরোতেই ১৪৬টি ম্যাস শুটিং হয়েছে অ্যামেরিকায়। 

ব্র্যাডি সেন্টারের প্রেসিডেন্ট ক্রিস ব্রাউন সোমবার এক বিবৃতিতে বলেন, ‘প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ম্যাস-শুটিং চলছে। কোনো উন্নত দেশের মানুষ এ রকম খবর দিয়ে সকাল শুরু করে না। ব্যাংক, স্কুল, চার্চ, সুপারমার্কেট কোথাও আমরা নিরাপদে নেই। এই ম্যাস শুটিং দেখতে দেখতে আমরা ক্লান্ত।’

ব্রাউন বলেন, ‘এসব আর মানা যাচ্ছে না। যতক্ষণ না আমাদের নির্বাচিত অফিশিয়ালরা গান ইন্ড্রাস্টিকে কড়াভাবে নিয়ন্ত্রণ করবেন, ততক্ষণ পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’


0 মন্তব্য

মন্তব্য করুন