ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

টিবিএন ডেস্ক

জুলাই ৮ ২০২৩, ২২:৪৮

আগুনে পুড়ছে সেসনা সি ফাইফ ফাইভ বিমান। ছবি: সংগৃহীত

আগুনে পুড়ছে সেসনা সি ফাইফ ফাইভ বিমান। ছবি: সংগৃহীত

  • 0

ক্যালিফোর্নিয়ায় শনিবার ভোরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি লাস ভেগাসের হ্যারি রিড ইন্ট্যারন্যাশনাল বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, সেসনা সি ফাইফ ফাইভ বিজনেস বিমানটি স্থানীয় সময় ভোর সোয়া ৪টায় ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির মুরিয়েটাতে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, বিমানটি একটি মাঠে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। প্রায় এক একর জায়গা জুড়ে গাছপালা পুড়ে যায়। ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রিভারসাইড কাউন্টি শেরিফের অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানে থাকা ছয় যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তবে , তাদের পরিচয় এখনও জানা যায়নি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ফগটনাটির তদন্ত করছে।

একই এলাকায় গত মঙ্গলবারেও আরেকটি সেসনা বিধ্বস্ত হয়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন