অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে সোনায় মোড়ানো পিস্তলসহ অ্যামেরিকান নারী গ্রেফতার

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৫ ২০২৩, ২৩:৩৯

দোষী সাব্যস্ত হলে ওই নারীর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। ছবি: এবিএফ

দোষী সাব্যস্ত হলে ওই নারীর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। ছবি: এবিএফ

  • 0

২৪ ক্যারেট সোনায় মোড়ানো হ্যান্ডগানসহ অ্যামেরিকান এক নারীকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স (এবিএফ)।

দেশটির কাস্টমস আইন লঙ্ঘনের অভিযোগে সিডনি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ২৮ বছর বয়সী ওই নারীকে। তিনি লস অ্যাঞ্জেলেস থেকে রোববার সিডনি পৌছাঁন। 

তার পরিচয় প্রকাশ করেনি অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। 

এবিএফ জানায়, লাগেজে করে সোনায় মোড়ানো একটি পিস্তল বহন করছিলেন ওই নারী। তল্লাশিতে তা ধরা পড়ে সিডনি এয়ারপোর্টে। এবিএফ তাকে হেফাজতে নেয়। পরদিন আদালতে নিলে তিনি জামিনে ছাড়া পান। আইনী প্রক্রিয়ায় তার ভিসা বাতিল হতে পারে,  ছাড়তে হতে পারে অস্ট্রেলিয়া। আর দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।

অস্ট্রেলিয়ায় আগ্নেয়াস্ত্র আইন বেশ কঠোর। দেশটির তাসমানিয়া শহরের পোর্ট আর্থারে ১৯৯৬ সালের এপ্রিলে একটি ক্যাফেতে বন্দুক হামলায় ৩৫ জন নিহত এবং ২৩ জন আহত হন। এরপরই দেশটিতে আইন জারি করে অটোমেটিক ও সেমি-অটোমেটিক রাইফেল এবং শটগান আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হয়। প্রায় ৭০০ হাজার আগ্নেয়াস্ত্র সে বছর বাজেয়াপ্ত ও ধ্বংস করা হয়। যার ফলে অস্ট্রেলিয়ায় বন্দুকধারী পরিবারের সংখ্যা অর্ধেকে নেমে আসে। 


0 মন্তব্য

মন্তব্য করুন