বাকস কাউন্টিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আঘাত হানল বন্যা। এতে এ পর্যন্ত পাঁচ জন প্রাণ হারিয়েছেন।
কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় এক ঘণ্টারও কম সময়ে সাত ইঞ্চি বৃষ্টি হয়েছে। বন্যার কারণে রাস্তাঘাট ডুবে গেছে। রাস্তায় থাকা গাড়ি ভেসে গেছে বন্যায়।
আপার মেকফিল্ড ফায়ার কোম্পানির প্রধান টিম ব্রুয়ার জানান, আকস্মিক বন্যার সময় রাস্তায় ১১টি গাড়ি ছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে তিনটি গাড়ি পানিতে ভেসে যায়। গাড়িতে থাকা ১১ জনকে উদ্ধার করেছে রেসকিউ টিম।
পেনসিলভেনিয়ার পাশাপাশি বেশ কয়েকটি স্টেইটে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন এলাকায় লোড শেডিং চলছে।
বৃষ্টিপাত আরও কয়েকদিন স্থায়ী হলে ভারমন্টে ভুমিধসে হতে পারে বলে আশংকা করছে কর্তৃপক্ষ।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস, ড্যানবেরি,শেলটন ও ওয়াটাড়বারি সহ কানেকটিকাটের কিছু অংশে সাময়িক বন্যা সতর্কতা জারি করেছে। ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পাশায়ারের সীমান্তবর্তী এলাকায় টর্নেডো সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ।
নিউইর্কের গভর্নর ক্যাথি হকুল ঝড় শেষ হওয়া না পর্যন্ত সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।