তিনি বৃহস্পতিবার বলেন, ‘এই ধরনের কারখানা নির্মিত হলে ইউক্রেনের অন্য যে কোনো প্রতিরক্ষা পণ্যের মতো সেটিও রাশিয়ান বাহিনীর হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।’
ট্রান্সকারপাটিয়ায় হাঙ্গেরিয়ান বসতির কাছাকাছি কোথাও কারখানাটি তৈরি হতে পারে বলে জানান জাখারোভা।
রাইনমেটালের প্রধান নির্বাহী আরমিন প্যাপারজার এ মাসের শুরুতে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, কারখানায় তাদের তৈরি বিভিন্ন সাঁজোয়া যান মেরামতের জন্য ইউক্রেইনিয়ান কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি জানান, ইউক্রেইনের ডিফেন্স ম্যানুফেকচারিং ফ্যাসিলিটির মতোই আরেকটি কারখানা হবে এটি। ১২ সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়ন হবে।
কোম্পানিটি গত মার্চে প্রথম ইউক্রেইনে ২০০ মিলিয়ন ডলারের কারখানার পরিকল্পনা ঘোষণা করে।
জাখারোভা সতর্ক করে জানান, জার্মান প্রতিরক্ষা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওই কারখানা নির্মাণের পরিকল্পনাকে ইউক্রেইনের সামরিকীকরণে পশ্চিমা বিশ্বের মদদ হিসেবেই দেখবে রাশিয়া।
তিনি বলেন, ‘এমন পরিকল্পনা নিশ্চিতভাবে উসকানিমূলক। কিয়িভ ও এর পশ্চিমা সমর্থকরা এসব কর্মকাণ্ড বেশ পছন্দ করে।’