ফিলাডেলফিয়ায় আই-নাইনটি ফাইভে অস্থায়ী লেন চালু

টিবিএন ডেস্ক

জুন ২৩ ২০২৩, ২১:২৬

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ধসে পড়া ইন্টারস্টেইট নাইন্টি-ফাইভের ওভারপাসে অস্থায়ী লেন চালু হচ্ছে শুক্রবার। ছবি: সংগৃহীত

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ধসে পড়া ইন্টারস্টেইট নাইন্টি-ফাইভের ওভারপাসে অস্থায়ী লেন চালু হচ্ছে শুক্রবার। ছবি: সংগৃহীত

  • 0

ফিলাডেলফিয়ায় ধসে পড়া ইন্টারস্টেইট নাইন্টি-ফাইভের ওভারপাসে অস্থায়ী লেন তৈরি করা হয়েছে। সেটি শুক্রবার থেকে গাড়ি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

পেনসিলভেনিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এই তথ্য জানিয়েছে।

আই নাইন্টি-ফাইভের ওভারপাসটি গত ১১ জুন ধসে পড়ে। সেটিকে দ্রুত পুনর্নির্মাণে কর্মীরা ২৪ ঘণ্টা কাজ করছে।

গভর্নর জশ শ্যাপিরোর অফিস জানিয়েছে, শুক্রবার দুপুর ১২ টায় ছয় লেনের অস্থায়ী রাস্তাটি আবার খুলে দেয়া হবে।

অস্থায়ী লেনগুলো দ্রুত গাড়ি চলাচলের জন্য উপযোগী করতে আশেপাশের বিকল্প রাস্তাগুলো বৃহস্পতিবার রাত থেকে বন্ধ রাখা হয়। শুক্রবার দুপুরে সেগুলোও খুলে দেয়া হবে।

শ্যাপিরো এই সপ্তাহের শুরুর দিকে ঘোষণা দিয়েছিলেন, আই নাইনটি ফাইভের যে অংশটি ধসে পড়েছে তা সপ্তাহ শেষ হওয়ার আগেই ঠিক করা হবে।

তিনি বলেন, ‘ওভারপাসটি পুনর্নির্মাণে কর্মীদের কঠোর পরিশ্রম, স্থানীয় ও স্টেইটের ফেডারেল কর্মকর্তাদের সহযোগিতা আমাদের অভিভূত করেছে।’

টুইটবার্তায় তিনি বলেন, ‘সময়মতো আই নাইনটি ফাইভ পুনর্নির্মাণ, পাকাকরণ ও স্ট্রিপিং শেষ করতে আমাদের ১২ ঘণ্টা শুষ্ক আবহাওয়া প্রয়োজন। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় আমরা পোকোনো রেসওয়ের কাছে জেট ড্রায়ার চেয়েছি।’

আই নাইনটি ফাইভের মূল রোডটিতে চার লেনের পরিবর্তে তিন লেন করা হবে। অস্থায়ী রাস্তার পাশেই অস্থায়ী একটি ব্রিজ নির্মাণ করা হবে। এক্সিট র‍্যাম্প পুনর্নির্মাণের সময়ে যান চলাচল অব্যাহত রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন