নিউ ইয়র্কের দুটি বাড়িতে আগুন, শিশুসহ নিহত ২

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৩, ২২:৫৫

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

নিউ ইয়র্ক সিটির দুটি জায়গায় বাড়িতে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন শিশু।

কর্মকর্তারা জানান, জ্যামাইকা কুইন্সে রোববার রাতে এক বাড়িতে আগুন লেগে জেসন এলি নামে  আড়াই বছরের এক শিশু প্রাণ হারায়। 

কুইন্সের ১০৬ অ্যাভিনিউর ওই বাড়িতে আনুমানিক রাত ১১টার দিকে আগুন লাগে। 

সেলফোনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ফায়ার ফাইটাররা আগুন নেভানোর কাজ করেছেন।

কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে বাড়ির দ্বিতীয় তলা থেকে উদ্ধারের পরপরই লং আইল্যান্ড জিউস হসপিটালের কোহেন চিলড্রেন মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা  করেন। 

অন্যদিকে ব্রুকলিনের ইস্ট নাইন্টি টু স্ট্রিটের এক ভবনে রোববার রাত ২টার পর আগুন লাগার ঘটনা ঘটে

কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় ৬৭ বছর বয়সী একজন নারী প্রাণ হারান। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় নিয়মিত অক্সিজেন নিতেন। আগুন লাগার পর তিনি ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা যান। 

এ ঘটনায় আট বছরের আহত এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা গুরুতর নয়। 

একই সময়ে ইস্ট নিউ ইয়র্কের একটি গ্যারাজে বিস্ফোরণের পর আগুনে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন