সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার পর তাকে বাবার হেফাজতে ফেরত দিলেন মা

টিবিএন ডেস্ক

মে ৯ ২০২৩, ১৮:৪৪

হারিয়ে যাওয়া শিশু ব্র্যাডলি লিভারস জুনিয়র। ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া শিশু ব্র্যাডলি লিভারস জুনিয়র। ছবি: সংগৃহীত

  • 0

লুইযিয়ানার ট্যাঞ্জিপাহোও প্যারিশের এক বছর বয়সী ছেলেকে নিয়ে পালিয়ে যাওয়ার পর বাবার হেফাজতে আবার ফিরিয়ে দিয়েছেন শিশুটির মা। ট্যাঞ্জিপাহোও প্যারিশ শেরিফের অফিসের প্রধান জিমি ট্র্যাভিস এ তথ্য নিশ্চিত করেছেন।

শেরিফ অফিসের তথ্য অনুসারে, শিশু ব্র্যাডলি লিভারস জুনিয়রকে নিয়ে গত ২৪ এপ্রিল দুপুরে পালিয়ে যান তার মা আনিয়া ওয়েন্স। লিভারস এ সময়তার বাবার হেফাজতে তার বাড়িতে ছিল। ওয়েন্স সন্তান ফেরত না দেয়ায় শেরিফ অফিসে অভিযোগ করে শিশুর বাবা।

ট্র্যাভিস জানান, ১৮ বছর বয়সী আনিয়া ওয়েন্স ছেলের সঙ্গে দেখা করতে তার বাবার বাড়িতে যান। হ্যামন্ডের মেলানি লেনের বাড়ি থেকে দুপুর ১ টা থেকে ২টার ভেতর লিভারসকে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর আর সন্তানকে ফেরত দেননি ওয়েন্স। 

ওয়েন্সের বিরুদ্ধে প্রোটেক্টিভ অর্ডার লঙ্ঘনের অভিযোগ করেছে লিভারস জুনিয়রের বাবা। 

কর্তৃপক্ষের ধারণা, ছেলেকে নিয়ে ব্যাটন রুযে পালিয়ে ছিলেন ওয়েন্স।

জিমি ট্র্যাভিস জানান, শিশুটি প্রায় ৩২ ইঞ্চি লম্বা, তার ওজন ৩০ পাউন্ড, চোখের রং বাদামি এবং কার্লি কালো চুল। 

বাবার হেফাজতে ফেরত দেয়ার পর কর্তৃপক্ষ জানায়, শিশু লিভারস ও তার মা ওয়েন্স দুজনই সুস্থ আছেন। 

ওয়েন্স প্রোটেক্টিভ অর্ডার লঙ্ঘন এবং শিশুর হেফাজতে হস্তক্ষেপের সম্ভাব্য অভিযোগের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছে শেরিফের অফিস।


0 মন্তব্য

মন্তব্য করুন