কুয়েতে দুর্ঘটনায় অ্যামেরিকান সেনা নিহত

টিবিএন ডেস্ক

মে ২৮ ২০২৩, ১৭:৩৮

ফাইল ছবি।

ফাইল ছবি।

  • 0

কুয়েতে গাড়ি উল্টে ২০ বছর বয়সী এক অ্যামেরিকান সেনা নিহত হয়েছেন।

অ্যামেরিকা ডিফেন্স ডিপার্টমেন্টেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথ ক্যারোলাইনার অ্যাইকেন শহরের সৈনিক জেসন রিড হেভেন কুয়েতের উত্তর-পশ্চিমের মরুভূমির বুয়েহরিং ঘাঁটিতে কর্মরত ছিলেন। ইরাকের দক্ষিণ সীমান্ত থেকে ২০ মাইল দূরের ওই এলাকায় বৃহস্পতিবার একটি বেসামরিক যান উল্টে তিনি মারা যান। 

অ্যামেরিকার হয়ে জীবন দেয়া সৈনিকদের সম্মানে মেমোরিয়াল ডে এর ছুটির কয়েক দিন আগেই হেভেনের মৃত্যুর ঘটনা ঘটল। 

এ ঘটনা নিয়ে মেজর জেনারেল ভ্যান ম্যাককার্থি বলেন, ‘আমাদের নিজেদের একজনকে হারানোর শোক ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ নেই।’ 

হেভেন মেশিন গানার হিসেবে সাউথ ক্যারোলাইনা ন্যাশনাল গার্ডের হয়ে একাধিক পদক অর্জন করেন। 

দক্ষিণ-পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি জোরদার করতে হেভেনকে ‘অপারেশন স্পার্টান শিল্ড’ এ সংযুক্ত করা হয়েছিল বলে জানিয়েছে অ্যামেরিকার সেনাবাহিনী। 

২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ১২৩ অ্যামেরিকান সেনা গাড়ি উল্টে নিহত হয়েছেন। 


0 মন্তব্য

মন্তব্য করুন