পাকিস্তান সেনেটের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সানজরানি রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে গ্রিসের কর্তৃপক্ষ এখনও মৃত পাকিস্তানির সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
পাকিস্তানের প্রধামন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি যারা দায়িত্বে অবহেলা করেছে তাদের বিচার করা হবে।’
এ ঘটনায় তিনি সোমবার জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দেন। একইসঙ্গে ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
সাগরে ডুবে প্রাণ হারানোদের মধ্যে অন্তত ২৩ জন পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
কর্মকর্তারা জানান, মানব পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব পাচারকারীরা এক দেশ থেকে অন্য দেশে অভিবাসীদের পাঠানোর জন্য হাজার হাজার রুপি নেন।
কয়েক বছর ধরে পাকিস্তান অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গত বছর দেশটিতে অতিমাত্রায় মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় অনেকেই উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছেন।
গ্রিস উপকূলে নৌকাডুবিতে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটিতে মিশরীয়, সিরিয়ান, প্যলেস্টেনিয়ান ও পাকিস্তানিসহ আনুমানিক ৭৫০ জনের মতো অভিবাসী ছিলেন।