জাকারবার্গ নাকি মাস্ক?

টিবিএন ডেস্ক

জুন ২৩ ২০২৩, ১:২১

মাস্ক-জাকারবার্গ লড়াইয়ের প্রতীকি ছবি।  ছবি: সংগৃহীত

মাস্ক-জাকারবার্গ লড়াইয়ের প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত

  • 0

বিশ্বের সবচেয়ে হাই-প্রোফাইল দুই টেক বিলিওনেয়ার ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ কুস্তি লড়তে একে অন্যকে চ্যালেঞ্জ করেছেন। কে জিতবেন- তা নিয়ে এরই মধ্যে ভক্তদের তর্ক-বিতর্ক শুরু হয়ে গেছে। পুরো বিষয়টি বেশ উপভোগ করছেন দুই টেক গুরু।

জাকারবার্গের বিপরীতে ‘অক্টাগনে’ অংশ নেয়ার কথা সম্প্রতি টুইট করে জানিয়েছেন টেসলার প্রধান মাস্ক। লিখেছেন, ‘jaকারবার্গের সঙ্গে কেইজ ফাইটিংয়ের জন্য আমি প্রস্তুত।’

মেটার প্রধান জাকারবার্গও মাস্কের পোস্টের স্ক্রিনশট দিয়ে পোস্ট করে বলেন, ‘আমাকে লোকেশন পাঠান’। মাস্ক প্রতি উত্তরে জানান, ‘ভেগাস অক্টাগন।’

অক্টাগন হলো মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) লড়াইয়ের রিং। এটিতে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) এর ম্যাচ অনুষ্ঠিত হয়। নেভাডার লাস ভেগাসে হয় এই টুর্নামেন্ট।

এ মাসে ৫২ তে পা দিতে যাওয়া মাস্ক রসিকতা করে টুইটে বলেন, ‘লড়াইয়ের জন্য আমি দারুণ এক পণ্থা অবলম্বন করব, যার নাম দ্য ওয়ালরাস। এটি হলো- আমি প্রতিপক্ষকে ফেলে দিয়ে তার উপর শুয়ে থাকব- আর কিছুই করতে হবে না।’

অন্যদিকে, নিয়মিত ব্যায়াম করা ৩৯ বছর বয়সী জাকারবার্গ এমএমএর প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি জুজিতসু টুর্নামেন্টও জিতেছেন।

মাস্ক ও জাকারবার্গ অক্টাগনে আসলে লড়বেন কিনা ও কবে হতে পারে এই ইভেন্ট- এসব তথ্য নিশ্চিত করা যায়নি। ইউএফসির ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য নেই।


0 মন্তব্য

মন্তব্য করুন