প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এম নজরুল ইসলাম বাসসকে জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
ডালাসে সেটি পৌঁছানোর কথা স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে। সেখানে অ্যামেরিকার বাংলাদেশের অ্যাম্বাসেডর মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
ওয়াশিংটন ডিসিতে আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বৃটেইনের রাজা চার্লস তৃতীয় ও রাণী ক্যামিলার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে তিনি ৪ মে লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি থেকে রওনা হবেন।