‘দ্য ফ্ল্যাশ’-এ অভিনয়ের প্রস্তাব পেয়ে কিছুটা বিভ্রান্ত ছিলেন শ্যানন। মারভেল ও ডিসি মাল্টিভার্সের নাম করে একই চরিত্র বারবার ফিরিয়ে আনছে, এই বিষয়টি তার পছন্দ নয়।
কোলাইডারকে দেয়া সাক্ষাৎকারে শ্যানন বলেন, ‘অভিনেতা হিসেবে আমার জন্য এটা সন্তোষজনক ছিল না। এই মাল্টিভার্স মুভিগুলো দেখে মনে হয় কেউ অ্যাকশন ফিগার নিয়ে খেলছে। এটি কোনোভাবেই গভীর চরিত্র নয় যা আমি ম্যান অফ স্টিল এ সত্যিই অনুভব করেছি।”
শ্যানন বলেন, তার মতে দ্য ফ্ল্যাশের সবটাই নায়ক এজরা মিলারকে ঘিরে। তার চরিত্র জডের কাজ ছিল দ্য ফ্ল্যাশের বিপরীতে অন্যতম ভিলেনের ভূমিকা পালন করা।
ডিসি এক্সটেনডেড ইউনিভার্সের সবশেষ সিনেমা দ্য ফ্ল্যাশ ১৬ জুন বিশ্বব্যপী মুক্তি পাচ্ছে।