স্যান ডিয়েগো কাউন্টি এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, শিশু দুটি তাদের মায়ের সঙ্গে ছিল গাড়িতে। তাদের মা গাড়ি চালানো অবস্থায় গাড়ির ছাদে রাখা ব্যাগ রাস্তায় পড়ে গেলে, গাড়ি থামিয়ে শিশু দুটি ব্যাগ উদ্ধারে হাইওয়েতে নামে।
তখন হাইওয়েতে ছুটে আসা আরেকটি গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর শিশুদুটিকে মৃত ঘোষণা করে।
শিশুদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মাদকসেবন করে গাড়ি চালানো ও শিশুদেরকে বিপদের দিকে ঠেলে দেয়ার অপরাধে আটক করা হয়েছে।
যে গাড়ির সঙ্গে শিশুদের ধাক্কা লেগেছে তার চালক অক্ষত আছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণে ঘণ্টা তিনেক ঐ হাইওয়েতে যান চলাচল ব্যহত হয়।