স্যান ডিয়েগোতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

টিবিএন ডেস্ক

জুন ২০ ২০২৩, ৪:০৮

শিশু দুটি তাদের মায়ের সঙ্গে এই গাড়িতে ছিল। ছবি: সংগৃহীত

শিশু দুটি তাদের মায়ের সঙ্গে এই গাড়িতে ছিল। ছবি: সংগৃহীত

  • 0

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর কাছে ভিস্তার সেভেন্টি এইট ফ্রি ওয়েতে গাড়ির ধাক্কায় ১০ বছর বয়সী একটি ছেলে ও ১৬ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্যান ডিয়েগো কাউন্টি।

স্যান ডিয়েগো কাউন্টি এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, শিশু দুটি তাদের মায়ের সঙ্গে ছিল গাড়িতে। তাদের মা গাড়ি চালানো অবস্থায় গাড়ির ছাদে রাখা ব্যাগ রাস্তায় পড়ে গেলে, গাড়ি থামিয়ে শিশু দুটি ব্যাগ উদ্ধারে হাইওয়েতে নামে।

তখন হাইওয়েতে ছুটে আসা আরেকটি গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর শিশুদুটিকে মৃত ঘোষণা করে।

শিশুদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মাদকসেবন করে গাড়ি চালানো ও শিশুদেরকে বিপদের দিকে ঠেলে দেয়ার অপরাধে আটক করা হয়েছে।

যে গাড়ির সঙ্গে শিশুদের ধাক্কা লেগেছে তার চালক অক্ষত আছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণে ঘণ্টা তিনেক ঐ হাইওয়েতে যান চলাচল ব্যহত হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন