মেক্সিকোর হোটেল রুমে ২ অ্যামেরিকানের মরদেহ

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৩, ১১:১৯

মেক্সিকোর বিলাসবহুল হোটেল থেকে দুই অ্যামেরিকানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: এবিসি নিউজ

মেক্সিকোর বিলাসবহুল হোটেল থেকে দুই অ্যামেরিকানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: এবিসি নিউজ

  • 0

মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সারের একটি হোটেল রুম থেকে দুই অ্যামেরিকানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে এবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবার বাহা ক্যালিফোর্নিয়া সারের এল প্যাসকাদেরোর বিলাসবহুল হোটেল র‍্যাঞ্চো প্যাসকাদেরোর একটি রুমে দুই অ্যামেরিকান নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

পুলিশ বলেছে, প্যারামেডিক দল নিয়ে তারা মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেলে পৌঁছায়। তবে প্যারামেডিক দল ওই দুই নাগরিকের জীবিত থাকার কোনো লক্ষণ পায়নি।

বাহা ক্যালিফোর্নিয়া সার অ্যাটর্নি জেনারেলের (এজি) কার্যালয়ের দাবি, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের একজন ৪১ বছর বয়সী জন হিথকো ও ২২ বছর বয়সী নারী অ্যাবি লুটজ। লুটজ ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের বাসিন্দা।

তবে স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, নিহত দুই ব্যক্তির বয়স মধ্য ৩০ এর কাছাকাছি।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহত দুই ব্যক্তি মারা যাওয়ার প্রায় ১০ থেকে ১১ ঘণ্টা পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

এজি অফিস বুধবার এক বিবৃতিতে বলেছে, নিহতদের দেহে ‘বিষাক্ত পদার্থের’ উপস্থিতি পাওয়া গেছে। বিষাক্ত পদার্থটি কোন জাতীয় তা খতিয়ে দেখা হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন