তিনি রোববার বিবৃতি দিয়ে বলেছেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে অনিচ্ছাকৃত কিছু পরিস্থিতির কারণে কস্টনারকে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছে... এই কঠিন সময় পার করতে কস্টনার, ক্রিস্টিন ও তাদের সন্তানদের একান্তে থাকার সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করছি।’
হলিউডের প্রখ্যাত অভিনয়শিল্পী কেভিন কস্টনারের সঙ্গে মডেল ও হ্যান্ডব্যাগ ডিজাইনার ক্রিস্টিন বামগার্টনারের প্রণয় শুরু হয় ১৯৯৮ সালে। ৬ বছর পর ২০০৪ সালে তারা বিয়ে করেন।
এটি ছিল কস্টনারের দ্বিতীয় বিয়ে।
টিএমজেড জানিয়েছে, বামগার্টনার তাদের তিন সন্তানের যৌথ কাস্টোডি চেয়ে পিটিশন করেছেন। কস্টনারও তাতে সায় দিয়ে সন্তানদের যৌথ কাস্টোডি চেয়েছেন।
ইয়াহু নিউয জানিয়েছে, ১৯৯৪ সালে সিন্ডি সিলভার সঙ্গে ১৬ বছরের বিবাহিত জীবন শেষ করেন কস্টনার। সেটি ছিল হলিউডের ইতিহাসে সেই সময়কার সবচেয়ে ব্যয়বহুল বিয়েবিচ্ছেদ। সিলভার সঙ্গে বিচ্ছেদে ৮০ মিলিয়ন ডলার গুনতে হয়েছিল কস্টনারকে।