এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। তবে ঘটনার সঙ্গে তার সম্পর্ক পুলিশ নিশ্চিত করেনি।
পুলিশ জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তির নাম মাসানোরি এওকি। তার বয়স ৩১ বছর। তিনি স্থানীয় রাজনীতিবিদ মাসামিচি এওকির ছেলে।
জাপানিজ সংবাদ সংস্থা কিয়োডো নিউয জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নাকানোর এক নারীকে ধাওয়া করে কোপানোর খবরে উদ্ধারে যায় পুলিশ। এ সময় অভিযুক্ত এওকি পুলিশকে লক্ষ্য করে হান্টিং গান থেকে গুলি চালাতে থাকেন।
গুলিতে পুলিশের চার সদস্য আহত হন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে এওকি তার বাবার বাড়িতে আশ্রয় নেন। বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সেখান থেকে প্রায় ১২ ঘণ্টা পর তাকে গ্রেফতার করে পুলিশ।
আটকের পর নিহত নারীকে কোপানোর বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসায় এওকি বলেন, ‘আমি তাকে হত্যা করতে চেয়েছিলাম, তাই তাকে হত্যা করেছি।’