দেশটির সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার লেবানন অঞ্চল থেকে প্রায় ৩৪টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে প্রায় সবগুলোকেই তারা আটকে দিতে পেরেছে। পাঁটটি এসে পড়েছে ইজরায়েলের উত্তরাঞ্চলে।
এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দুই দেশের মধ্যে ২০০৬ এর যুদ্ধের পর এটিই সবচেয়ে বড় হামলা। ওই যুদ্ধে নিহত হয়েছিল ১২শ লেবনিজ ও ১৬৫ ইজরায়েলি নাগরিক।
ইজরায়েলি ডিফেন্স ফোর্স- আইডিএফ জানিয়েছে, এই রকেট হামলার জবাব দিতে তারা দিনক্ষণ ঠিক করছে।
রকেট হামলার পর দেশটির নর্দান এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
লেবানিজ সেনাবাহিনী সিএনএনকে জানিয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য তাদের নেই। এই হামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি লেবানিজ চরমপন্থি সংগঠন হেযবুল্লাহও।
লেবাননের ন্যাশনাল নিউয এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রকেট হামলার অভিযোগ তুলে ইজরায়েলি সেনাবাহিনী আবার দুই দেশের সীমান্তে গোলা ছুড়েছে।
তবে আইডিএফ জানিয়েছে, তারা এখনও কোনো ধরনের প্রতিশোধ নেয়নি।
এর আগে বুধবার যেরুজালেমের আল আকসা মসজিদে অভিযান চালায় ইজরায়েলি পুলিশ। অন্তত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়।
যেরুজালেমের কয়েকটি এলাকায় প্যালেস্টিনিয়ান সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষের জেরে এই অভিযান চালানো হয় বলে দাবি করেছে ইজরায়েল।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশি অভিযানকে সমর্থন জানিয়ে বলেছেন, আল-আকসায় ‘স্থিতাবস্থা বজায় রাখার’ জন্য এটি করা হয়েছে।