চার্লসের রাজ্যাভিষেক: মার্বেল আর্কে নজর কাড়ছে ৩০০ কেজির মুকুট

টিবিএন ডেস্ক

মে ৪ ২০২৩, ২২:১২

রাজা চার্লস তৃতীয়ের মুকুটের আদলে মার্বেল আর্কে উন্মোচিত হয়েছে বিরাট আকৃতির মুকুট। ছবি: বিবিসি নিউয

রাজা চার্লস তৃতীয়ের মুকুটের আদলে মার্বেল আর্কে উন্মোচিত হয়েছে বিরাট আকৃতির মুকুট। ছবি: বিবিসি নিউয

  • 0

বৃটেইনের রাজা চার্লস তৃতীয়ের রাজ্যাভিষেক উদযাপনে রাজ্যজুড়ে চলছে নানা আয়োজন। নজর কাড়তে পশ্চিম লন্ডনের মার্বেল আর্কে প্রদর্শন করা হয়েছে রাজার মুকুটের আদলে তৈরি বিশাল এক প্রতিকৃতি।

গ্লাস স্টোনে সাজানো মুকুটটি ‘সেইন্ট অ্যাডওয়ার্ডস ক্রাউনের’ আদলে তৈরি করা হয়েছে। ১৬ ফিট (৪.৯ মিটার) উচ্চতার মুকুটটির ওজন প্রায় ৩০০ কেজি। রাতে আলোয় ঝলমলিয়ে ওঠে এই প্রতিকৃতি। এটি দেখতে ভিড় জমাচ্ছেন শহরের বাসিন্দারা। বিবিসি নিউয জানিয়েছে, রয়্যাল ফ্যামিলির সঙ্গে মার্বেল আর্ক শহরের সম্পর্কের ইতিহাস জানাতে মুকুটের প্রতিকৃতিতে একটি কিউআর কোড বসানো হয়েছে। দর্শনার্থীদের কোড স্ক্যান করার আমন্ত্রণ জানানো হচ্ছে।মুকুটটি ১১ই মে পর্যন্ত সেখানে প্রদর্শন করা হবে।রাজা চার্লস তৃতীয় আগামী শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিক অভিষেকে পূর্বপুরুষের মুকুট পরবেন। 


0 মন্তব্য

মন্তব্য করুন