ওয়াক অফ ফেইমে জায়গা পাচ্ছেন টুপাক

টিবিএন ডেস্ক

জুন ২ ২০২৩, ২৩:৪০

হিপ-হপ তারকা টুপাক শাকুর। ছবি: সংগৃহীত

হিপ-হপ তারকা টুপাক শাকুর। ছবি: সংগৃহীত

  • 0

কিংবদন্তি হিপ-হপ আর্টিস্ট ও নব্বই দশকে অন্যতম জনপ্রিয় তারকা টুপাক শাকুরকে সম্মান জানাচ্ছে হলিউড চেম্বার অফ কমার্স। মৃত্যুর ২৭ বছর পর তাকে জায়গা দেয়া হচ্ছে হলিউডের বিখ্যাত ওয়াক অফ ফেইমে।

হলিউড চেম্বার অফ কমার্স বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ ঘোষণা দেয়।

নব্বইয়ের দশকের শুরুতে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ওয়েস্ট কোস্ট হিপ-হপের পুরোধা হয়ে ওঠেন টুপাক শাকুর। যার আসল নাম লিসেইন প্যারিশ ক্রুকস।

১৯৯১ সালের 'টুপাক্যালিপস নাও' ও ১৯৯৫ সালের 'মি এগেইন্সট দ্য ওয়ার্ল্ড' অ্যালবাম দুটি দিয়ে খ্যাতির শীর্ষে ওঠেন টুপাক। পরবর্তী প্রজন্মের ফিফটি সেন্ট, কেনড্রিক লামার, লিল ওয়েইনসহ অসংখ্য তারকাকে অনুপ্রাণিত করেছেন তিনি। 

আয়োজকরা জানিয়েছেন, রেকর্ডিং বিভাগের অধীনে চেম্বারের ২,৭৫৮তম স্টারটি দেয়া হবে টুপাককে। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করবেন বোন সেকিওয়া ‘সেট’ শাকুর।

রেডিও পার্সোনালিটি বিগ বয় এ অনুষ্ঠানটি পরিচালনা করবেন। অতিথি বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন অ্যালেন হিউজ ও জামাল জোসেফ।

হিপ-হপ গায়কের পাশাপাশি টুপাক একজন অভিনেতা, অধিকারকর্মী ও কবি ছিলেন। তিনি ১৯৯৬ সালের সেপ্টেম্বরে আততায়ীর গুলিতে নিহত হন ২৫ বছর বয়সী এ শিল্পী।

লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডে টুপাক শাকুরের ওয়াক অফ ফেইমে জায়গা করে নেয়ার অনুষ্ঠান শুরু হবে ৭ জুন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়।


0 মন্তব্য

মন্তব্য করুন