ফিফার পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সাল থেকে আসরের কলেবর বৃদ্ধি পাচ্ছে। ফুটবল বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপেও অংশ নেবে ৩২টি দল।
এর ১২টি দল থাকছে ইউরোপের। ২০২১-২০২৪ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগজয়ী দলগুলো সরাসরি খেলার সুযোগ পাবে ক্লাব বিশ্বকাপে।
অর্থাৎ চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মতো জায়ান্টরা খেলবে অ্যামেরিকার আসরে। বাকি দলগুলো যোগ হবে র্যাঙ্কিং অনুযায়ী।
টুর্নামেন্টের চূড়ান্ত সূচি এখনও জানায়নি ফিফা। একই সঙ্গে ভেন্যুর বিষয়েও কোনো কিছু নির্ধারিত হয়নি।
ক্লাব বিশ্বকাপের পরের বছর অর্থাৎ ২০২৬ সালে ফিফা বিশ্বকাপেরও সহ-আয়োজক অ্যামেরিকা।
ওই বছর ক্যানাডা ও মেক্সিকোর সঙ্গে মিলে ফুটবলের সবচেয়ে বড় আসর আয়োজন করতে যাচ্ছে দেশটি।