উইসকনসিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার এই ঘটনা ঘটেছে।
বিবৃতির বরাতে এবিসি নিউয জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে চেটেক পুলিশ ডিপার্টমেন্ট ও ক্যামেরন পুলিশ ডিপার্টমেন্টের দুই অফিসার রাস্তায় একটি গাড়ি আটকায়। গাড়িচালকের সঙ্গে এসময় পুলিশের গোলাগুলি হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন অফিসার নিহত হন। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
তবে নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
উইসকনসিন অ্যাটর্নি জেনারেল জস কাউল টুইট করে বলেন, ‘দুই অফিসারকে হারিয়ে আমি গভীরভাবে মর্মাহত। তাদের পরিবারের এই কঠিন সময় আমি বুঝতে পারছি।’
ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে উইসকনসিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস।