উগান্ডায় সমকামবিরোধী কঠোর আইন পাশ

টিবিএন ডেস্ক

মে ২৯ ২০২৩, ২৩:৩১

সমকামিতাকে প্ররোচিত করলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেয়া যাবে। ছবি: সংগৃহীত

সমকামিতাকে প্ররোচিত করলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেয়া যাবে। ছবি: সংগৃহীত

  • 0

সমকামিতায় প্ররোচনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে একটি আইন অনুমোদন করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি। ইস্ট আফ্রিকান অনেক দেশ এই আইনে সমর্থন জানালেও বিদেশি রাইটস অ্যাক্টিভিস্টরা এর তীব্র সমালোচনা করেছে।

নতুন এ আইনে জেনেটিক্যালি সমকামিরা অপরাধী হিসেবে বিবেচিত হবেন না, তবে সমকামিতার প্রচার করলে শাস্তি পেতে হবে। 

আইনে বলা হয়েছে, যারা সমকামিতাকে প্ররোচিত করবে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেয়া যাবে। কারণ তারা এইচআইভি সংক্রামিতদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ও দুর্বল ব্যক্তিদের সঙ্গেও যৌন সম্পর্ককে উৎসাহ দিয়ে থাকেন। 

পার্লামেন্ট এর স্পিকার অনিতা অ্যামং বলেন, বিলটিতে সই করার মাধ্যমে প্রেসিডেন্ট আমাদের সবার চাওয়া পূর্ণ করেছেন।

প্রেসিডেন্ট মুসেভেনি এপ্রিলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি ফেরত পাঠান। তিনি চিহ্নিত সমকামী ও সমকামী ক্রিয়াকলাপে জড়িতদের পার্থক্য সুনির্দিষ্ট করে সংশোধনী সুপারিশ করেন। 

নতুন আইনটিকে এলজিবিটিকিউ জনগোষ্ঠী ও অন্যদের অধিকার খর্ব করবে বলে দাবি করেছে ইউএন হিউম্যান রাইটস। 

সাম্প্রতিক সময়ে উগান্ডায় সমকামবিরোধী মনোভাব অনেক বেড়েছে। আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে ৩০টিরও বেশি দেশ একই অবস্থানে রয়েছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন