এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে রোববার তিনি বলেন, আদালতে মঙ্গলবারের শুনানিটি হবে ঐতিহাসিক।
তিনি বলেন, ‘এটি হবে নজিরবিহীন ঘটনা। আমি ঠিক জানি না কী ঘটতে যাচ্ছে। একই আদালতে আমি বহু সেলিব্রেটিসহ অসংখ্য মানুষের মামলা লড়েছি। তবে এবারের বিষয়টি একেবারেই আলাদা।‘
ট্যাকোপিনা বলেন, ‘এই মামলায় আমাদের সিক্রেট সার্ভিস জড়িত। বুঝতে পারছি তারা বিকেলে আদালত কক্ষ বন্ধ করে দেবে। আমি ঠিক জানি না কী দেখার আশা করছি।’
সাবেক প্রেসিডেন্টের আইনজীবী বলেন, “আমার একটাই প্রত্যাশা, আমরা যত দ্রুত সম্ভব আদালতে গিয়ে বেরিয়ে আসতে পারব। দিন শেষে আমরা একটি সাধারণ অভিযোগ দেখতে পাব যেখানে বিচারকের সামনে দাঁড়িয়ে বলব ‘আমরা অপরাধী নই।“