সাউথ ক্যারোলাইনায় গুলিতে কিশোর নিহত

টিবিএন ডেস্ক

মে ৩১ ২০২৩, ২২:৪৫

সাউথ ক্যারোলাইনায় কিশোর হত্যার প্রতিবাদ জানায় বিক্ষভকারীরা। ছবি: এবিসি নিউজ

সাউথ ক্যারোলাইনায় কিশোর হত্যার প্রতিবাদ জানায় বিক্ষভকারীরা। ছবি: এবিসি নিউজ

  • 0

সাউথ ক্যারোলাইনায় ১৪ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছেন এক গ্যাস স্টেশনের মালিক। গ্যাস স্টেশন থেকে ছেলেটি পানির বোতল চুরি করেছে এমন ভুল ধারণা থেকে গুলি চালান তিনি।

রিচল্যান্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, সাউথ ক্যারোলাইনার কলোম্বিয়াতে সাইরাস কারম্যাক বেল্টন নামের ওই কিশোরকে গুলি করে হত্যা করেন রিক চাউ নামের এক ব্যক্তি। তার বয়স ৫৮ বছর। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সোমবার গুলি করে একজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। 

সংবাদ সম্মেলনে শেরিফ লিওন লট সোমবার বলেন, ‘চাউ এখনো বিশ্বাস করছেন ছেলেটি তার দোকান থেকে চুরি করেছে। তবে আমরা এমন কোনো প্রমাণ পাইনি।’

পুলিশের দাবি, চাউয়ের সঙ্গে তর্কে জড়িয়েছিল বেল্টন। এরপর সে দোকান থেকে দৌড়ে বের হয়ে আসে।

এ সময় পিস্তল হাতে তাকে ধাওয়া করে চাউ ও তার ছেলে। এক পর্যায়ে অ্যাপার্টমেন্ট এলাকায় এসে মাটিতে পড়ে যায় বেল্টন। উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার পিঠে গুলি করেন চাউ।

চাউয়ের ছেলে পুলিশের কাছে দাবি করেন, বেল্টনের কাছেও অস্ত্র ছিল।

পুলিশ মরদেহের পাশে একটি অস্ত্র পেয়েছে, তবে সেটির প্রকৃত মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

লট বলেন, ‘যদিও বা ছেলেটি পানির চারটি বোতল চুরি করে থাকে, যা সে আসলে করেনি, তবু এ কারণে গুলি করে কাউকে মেরে ফেলা কিছুতেই কাম্য নয়। বেল্টন কুলার থেকে বোতল বের করেছিল ঠিকই তবে সে আবার সেসব আগের জায়গায় রেখে দিয়েছিল।’

কিশোরকে হত্যায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রতিবাদ শেষে বিক্ষোভকারীরা চাউয়ের দোকান থেকে চুরি ও লুট করেছে। 

 


0 মন্তব্য

মন্তব্য করুন